বুর্কিনা-ফাসোতে দেশটির ক্রুসেডার সৈন্যদের উপর একটি হামলার ঘটনায় কমপক্ষে ৭ সৈন্য নিহত এবং বেশ কিছু সৈন্য আহত ও নিখোঁজ রয়েছে।
আল-কায়েদা সমর্থক আস-সাগুর মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা-ফাসোর তিনাকোফ-বেলদিয়াব শহরে দেশটির ক্রুসেডার সৈন্যদের একটি সামরিক কাফেলা টার্গেট করে তীব্র হামলা চালানো হয়েছে। যাতে ক্রুসেডার বাহিনীর ৭ সৈন্য নিহত এবং ১ সৈন্য আহত হয়েছে, এছাড়াও আরো বেশ কিছু সৈন্য আহত হয়েছে, এখনো নিখোঁজ রয়েছে ঐ কাফেলার অনেক সৈন্য।
আফ্রিকা ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে, আল-কায়েদা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন উক্ত হামলাটি চালিয়েছে।
সংবাদ মাধ্যমগুলো আরো জানিয়েছে যে, ঐদিন গর্জিডজি শহরেও ‘ভিডিপি’ নামক ক্রুসেডার ফ্রান্সের একটি সংস্থার উপরেও হামলার ঘটনা ঘটেছে। তবে হামলাটি কারা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
আলহামদুলিলাহ