পুরো ভারত জুড়েই যেনো চলছে মুসলিম গণহত্যার আয়োজন। যার পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন স্থানে চালানো হচ্ছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করার মতো বর্বরোচিত ঘটনাসমূহ।
যার সূত্রধরেই গত ২ এপ্রিল রাজস্থানের করাউলিতে চালানো হয় আরও একটি ধ্বংসলীলা।
স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, ঐদিন উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় সন্ত্রাসী দলগুলো, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বজরং দল, রাজস্থানের করাউলিতে একটি বাইক র্যালি বের করে। র্যালিটি যখন মুসলিম অধ্যুষিত এলাকা অতিক্রম করে, তখন মিছিলে ইসলাম বিদ্বেষী গান উচ্চ মাত্রায় বাজাতে শুরু করা তারা।
গানগুলোর মর্মার্থ ছিলো এরূপ যে, “যেদিন হিন্দুরা জেগে উঠবে, সেদিন টুপিওযালারা মাথা ঝুঁকিয়ে জয় শ্রী রাম বলবে। সেদিন রক্তের মাধ্যমে তোমাদের শক্তি আমরা দেখে নিবো। সেদিন তলওয়ার হবে আমাদের, আর রক্ত হবে তোমাদের”।
এসব উগ্রবাদী গানগুলো চালানো অবস্থাতেই এলাকাটিতে চালানো হয় ধ্বংসলীলা। উগ্র হিন্দুরা বেছে বেছে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটগুলোতে। হামলা চালানো হয় এলাকাটির একটি জামে মসজিদেও।