ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ জুন, ২০২৪

0
67

নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে হামলা চালিয়েছে ৫জনকে হত্যা এবং ১৭ জনকে আহত করেছে জায়োনিস্ট ইসরায়েল। রাফার কেন্দ্রেও বাড়িঘরে বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।

গাজার প্রতি ১০ শিশুর মধ্যে ৯ শিশুই খাদ্যের অভাবে সঠিকভাবে বেড়ে ওঠতে বাধাগ্রস্ত হচ্ছে।

গাজার অর্ধেকের বেশি কৃষি জমি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

পশ্চিম ইয়েমেনের হুদেইদাহতে আরও দুটি বিমান হামলা চালিয়েছে আমেরিকান-ব্রিটিশ জোট।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭২৩২ জন ফিলিস্তিনি।

জেনিন এবং নাবলুসের মাঝে হুমেশ দখলদার বসতির দিকে গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

দখলীকৃত উত্তর ফিলিস্তিনকে ঘিরে রাখা দখলদার বসতি এবং হাইফাতে ৩টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে জায়োনিস্ট সূত্র।

জেনিন ক্যাম্পে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান এবং বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে আল-আকসা শহীদি ব্রিগেড।

জায়োনিস্ট বাহিনীর উপর জেনিনের বিভিন্ন স্থানে গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।

রাফার শাবুরা ক্যাম্পে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল রুমে ভারী মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

জেনিনের কাবাতিয়া শহরে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

গাজা শহরের আল-জায়তুন পাড়ার পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রাজুম রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএসএফ গুলি চালাতে পারে: সীমান্ত এলাকায় বিজিবির মাইকিং
পরবর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের পৃথক দুই অভিযানে ১১ সেনা নিহত