ইকোনমিস্টের গণতন্ত্র সূচকে ১০ ধাপ নিচে নেমে যাওয়ার পর ফের বিশ্বে মুখ পুড়ল ভারতের। ইকোনমিস্টে ভারতের বর্তমান দুরবস্থা নিয়ে প্রকাশিত হল বিশ্লেষণী প্রতিবেদন। ২০ কোটি মুসলিম দেশে কীভাবে অসহায় অবস্থায় রয়েছে সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পত্রিকাটি। সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি ইস্যুতে নিয়ে লন্ডনের ‘দি ইকোনমিস্ট’ পত্রিকা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে।
‘দি ইকোনমিস্ট’ পত্রিকার সাম্প্রতিক ইস্যুতে বলা হয়েছে, ভারতের ২০ কোটি মুসলিম আতঙ্কিত! তাঁদের আশঙ্কা, নরেন্দ্র মোদি ‘হিন্দু রাষ্ট্র’ গঠনের দিকে এগোচ্ছে। গতমাসে ভারত সরকার যে আইন এনেছে, তাতে মুসলিম বাদে বাকিদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৩০ কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করতে উদ্যত হয়েছে বিজেপি সরকার, যাতে বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা যায়। কিন্তু, মূলত হিন্দুত্ববাদী চিন্তাধারায় বেআইনি নাগরিকের সংজ্ঞা নির্ধারণ করছে সন্ত্রাসী মোদি সরকার। তাদের এরূপ আগ্রাসনের কবলে পড়ে দেশ হারানোর পথে মুসলিমরা। মোদির বিভিন্ন মন্ত্রী নানা সময়ে মুসলিমদেরকে দেশছাড়া করার হুমকি দিয়ে আসছে। মুসলিমদের মধ্যে যাঁরা ধরা পড়বেন, তাঁদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরিরও নির্দেশ দিয়েছে হিন্দুত্ববাদী সরকার।