ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৪ মে, ২০২৪

0
84

মিশরে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় আলোচনায় কোনো চুক্তি সম্পন্ন হয়নি।

জায়োনিস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, চুক্তি হোক বা না-হোক ইসরায়েল রাফায় স্থল আগ্রাসন চালাবে। হামাস নিশ্চয়তা চাচ্ছে যে, ইসরায়েল রাফায় কোনো আগ্রাসন চালাবে না।

হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান বলেছেন, “আমরা এখনও মূল বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমরা বলছি, গাজা থেকে ইসরায়েলের সব সেনার সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে, নেতানিয়াহু খুবই পরিষ্কার বিবৃতিতে বলেছে যে, যুদ্ধবিরতি চুক্তি হোক বা না-হোক সে রাফায় হামলা চালিয়ে যাবে। এর মানে হলো, কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা যুদ্ধবিরতির মানে বুঝাতে চাই, রাফাসহ সমগ্র গাজায় কোনো হামলা চালানো যাবে না।”

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভরত ২৫ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

তুলকারেমে আল-তায়বেহ কলোনিয়াল চেকপয়েন্টের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীল গুলি এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।

দেইর আল-ঘুসুনে সাংবাদিকদের উপর সরাসরি গুলিবর্ষণ করেছে জায়োনিস্ট বাহিনী।

গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৬৫৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৯০৮ জন।

পশ্চিম তীরের দেইর আল-ঘুসুন গ্রামে জায়োনিস্ট বাহিনী ৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।

জেনিনের কাছে জালবুন শহরে জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

কালকিলিয়ার আজজুনে জায়োনিস্ট বাহিনীর মোকাবেলায় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

তুলকারেমের দেইর আল-ঘুসুন শহরে জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

দেইর আল-ঘুসুনে জায়োনিস্ট বাহিনী একটি বাড়িতে ঘিরে রেখেছিল। এই জায়োনিস্ট সৈন্যদের বিরুদ্ধে তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড এবং উমার আল-কাসিম বাহিনী।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি কারাগারে গাজার শীর্ষ চিকিৎসকের মৃত্যু
পরবর্তী নিবন্ধভারতের রাজস্থানে মসজিদের ভেতরে ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা