আল আকসায় আজান বন্ধ করল অভিশপ্ত ইহুদি সেনারা

1
748
আল আকসায় আজান বন্ধ করল অভিশপ্ত ইহুদি সেনারা

জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার মিনারের দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা।

রমজানের প্রথম দিনেই (মঙ্গলবার) ইসরায়েল মাইকে আজান দিতে বারণ করে এবং মাইকের তার কেটে দিয়ে যায়। খবর আরব নিউজের।

ইনরায়েলি সেনারা জানায়, আজানের কারণে নাকি ইহুদিদের উপাসনায় বিঘ্ন ঘটছে, তাই মিনার থেকে মাইকে আজান দেয়া যাবে না।

জেরুসালেমের পবিত্র স্থাপনা তদারককারী ওয়াকফ প্রতিষ্ঠান রমজানের প্রথম দিনেই মাইকে আজান বন্ধের ইসরায়েলি নির্দেশ মানতে অস্বীকার করলে জালিম ইসরায়েলি সেনারা মসজিদে আকসার সবকটা মিনারে তালা লাগিয়ে দেয়।

এছাড়াও জেরুজালেম ওয়াকফ এবং আল আকসাবিষয়ক বিভাগের কর্মকর্তাদের নানাভাবে হয়রানিও করছে ইসরায়েল।

ইসরায়েল আন্তর্জাতিক নিয়ম ভেঙে ঐতিহাসিক স্থাপনায় বর্বরতা চালাচ্ছে। যা গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের মনে আঘাত ও উসকানির শামিল।

১টি মন্তব্য

  1. ভাই! আপনারা যে পিকচারটি দিয়েছেন সেটি তো আমার মনে হয় মাসজিদুল আকসার পিকচার নয় এটি হলো “মাসজিদে কুব্বাতুস সাখারাহ”
    এটিতো ইহুদীরা মাসজিদুল আকসা বলে প্রচার করে আসছে…..

    হে আল্লাহ! তুমি সারাবিশ্বের মুজাহিদীন ভাইদের সুস্হতা এবং নিরাপত্তা দান করো ।
    এবং আল-ফিরদাউস মিডিয়ার সকল ভাইদেরকে সুস্হতা এবং নিরাপত্তা দান করো এবং ভাইদেরকে তোমার দ্বীনের জন্য কবুল কর ।
    আমিন….ছুম্মা আমিন……

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত চার মাসে ১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসবাদী ইসরায়েল
পরবর্তী নিবন্ধকরোনায় বিপর্যস্ত ভারত: জায়গা হচ্ছে না মর্গেও