পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার ইসলামিক রাজ্যের একটি শরয়ী আদালত দেশটির ২ মুরতাদ সেনার উপর মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছে।
শাহাদাহ্ নিউজের এক রিপোর্ট থেকে জানা গেছে, আল-কায়েদা শাখা হারাকাতুশ শাবাব মুজাহিদিন কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইসলামিক আদালত ২ ব্যক্তির উপর শরয়ী হদ মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ জারি করেছে। যারা ইতিপূর্বে সোমালি মুরতাদ সরকারের হয়ে মুজাহিদ ও মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। সেই সাথে তাদের রিদ্দাহ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আদালত থেকে এ কারণে এই রায় জারি করা হয়।
যার পেক্ষিতে গত ৭ অক্টোবর বৃহস্পতিবার, যুবা রাজ্যের জামামী শহরের একটি মাঠে উক্ত ২ অপরাধীকে উপস্থিত করা হয়। এসময় জনসাধারণের উপস্থিতিতে মুরতাদদের উপর হদের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করেন আল-শাবাব মুজাহিদগণ।
আশ শাবাব তালেবান থেকে ইসলামের হুকুম আহকামকে অনেক গুরুত্ব দেয়, যা তালেবানে দেয় না। তাঁরা কারো নিন্দার পরওয়া করে না। আর তালেবান কাফেরদের নিন্দার ভয়ে অপরাধীদের শাস্তি বিলম্ব করে এবং গোপনে দেয়। আগের তালেবান জনসম্মুখে দ্রুত শাস্তি কার্যকর করত, আর এখন মনে হয় তারা মডারেটের দিকে ঝুঁকছে। যা বড় দুঃখজন! আল্লাহ ভালো জানে ভবিষ্যতে তালেবান কোন রূপে প্রকাশ পাই।