ইউপিতে মন্দির ভাঙচুরের ঘটনায় ৪ হিন্দু আটক; মুসলিমদের উপর দোষ চাপানোর চেষ্টা

0
327

ভারতের উত্তর প্রদেশে চারটি মন্দিরে হিন্দু দেবদেবীর প্রায় এক ডজন মূর্তিকে ভাঙচুর করা হয়। পরে এই কাজে জড়িত চার হিন্দুকে আটক করেছে উত্তর প্রদেশ পুলিশ।

বুলন্দশহর জেলার বড়াল গ্রামে গত ০১ জুন ভোরবেলা ঘটনাটি ঘটেছে। চার অভিযুক্তের নাম হরিশ শর্মা, শিবম, কেশব এবং অজয়। এরা সকলেই বড়াল এলাকার বাসিন্দা।

যদিও ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে, প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীরাই জড়িত, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হিন্দুত্ববাদী ইচ্ছাকৃতভাবে এটিকে হিন্দুদের উপর আক্রমণ বলে অভিহিত করেছে। অনেকেই দাবি করেছে যে, এটি মুসলিম সম্প্রদায়ের একটি কাজ হতে পারে।

মুসলিমদের ফাঁসিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে অনেক সময় গোষ্ঠীগত দ্বন্দ্ব বা এলাকায় এলাকায় গণ্ডগোল থেকেও হিংসাবশত এক পক্ষ আরেক পক্ষের মূর্তি ভাঙ্গার ঘটনাও ঘটতে দেখা যায়।

কারণ যাই হোক, এই জাতীয় ঘটনাগুলোতে মুসলিমদের দায়ী করে তাদের উপর সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর জন্য একপক্ষ সবসময়ই প্রস্তুত থাকে; যেমনতা দেখা গিয়েছে এই ঘটনার ক্ষেত্রেও।

তথ্যসূত্র:
——
1. UP: 4 Hindu men held for Bulandshahr temple vandalism
https://tinyurl.com/b59my9pw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘হিন্দু শক্তি দেখানোর জন্য সমস্ত মসজিদ ধ্বংস করুন’
পরবর্তী নিবন্ধঅখণ্ড ভারত কোনো প্রচ্ছন্ন হুমকি নয়