মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে কুখ্যাত শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে ২টি সফল অভিযান চালিয়েছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে একটি ড্রোন বিধ্বস্ত সহ অন্তত ৫ সৈন্য নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২২ জুন বুধবার ভোরে, ইয়েমেনের শাবওয়া অঞ্চলের আতাক জেলায় এই হামলা চালানো হয়। এতে মিলিশিয়াদের সামরিক বাহিনীর অন্তত ৫ সেনা নিহত এবং অনুরূপ আরও ৫ সেনা গুরুতর আহত হয়েছে।
সূত্রটি জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘আনসারুশ শরিয়াহ্’ এর সশস্ত্র যোদ্ধারা বরকতময় এই হামলাটি চালিয়েছেন।
নিহত ৫ সেনা হল-
১- আয়মান ওমর
২- মুহাম্মদ আওয়াদ
৩- মুহাম্মদ সালেহ আল-দাবা
৪- আলী মুহাম্মদ আহমদ আল-সুমাইমি
৫- মুহাম্মদ নাসের আল-লাকিতি।
এর আগে অর্থাৎ গত শনিবার বায়দা রাজ্যের মায়ফা এলাকায় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়।
আল-কায়েদা সংশ্লিষ্ট ‘আল-মালাহিম’ মিডিয়ার তথ্য মতে, মুজাহিদগণ উক্ত অঞ্চলের ‘মোহমাদাইন’ এলাকায় ড্রোনটি ভূপাতিত করেছেন। যা ইরান সমর্থিত কুখ্যাত শিয়া মিলিশিয়া হুথিদের ছিল। যার দ্বারা মুজাহিদদের নিয়ন্ত্রিত অঞ্চলে শিয়া মিলিশিয়ারা গোয়েন্দা নজরদারি করছিল।
الحمد الله رب العالمين
❤️ 💕 ❤️
الحمدلله الله رب العالمين