ইয়েমেনে ড্রোন ভূপাতিত সহ ১০ সেনাকে হত্যা করলো আল-কায়েদা

2
606

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে কুখ্যাত শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধে ২টি সফল অভিযান চালিয়েছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে একটি ড্রোন বিধ্বস্ত সহ অন্তত ৫ সৈন্য নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২২ জুন বুধবার ভোরে, ইয়েমেনের শাবওয়া অঞ্চলের আতাক জেলায় এই হামলা চালানো হয়। এতে মিলিশিয়াদের সামরিক বাহিনীর অন্তত ৫ সেনা নিহত এবং অনুরূপ আরও ৫ সেনা গুরুতর আহত হয়েছে।

সূত্রটি জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘আনসারুশ শরিয়াহ্’ এর সশস্ত্র যোদ্ধারা বরকতময় এই হামলাটি চালিয়েছেন।

নিহত ৫ সেনা হল-

১- আয়মান ওমর
২- মুহাম্মদ আওয়াদ
৩- মুহাম্মদ সালেহ আল-দাবা
৪- আলী মুহাম্মদ আহমদ আল-সুমাইমি
৫- মুহাম্মদ নাসের আল-লাকিতি।

এর আগে অর্থাৎ গত শনিবার বায়দা রাজ্যের মায়ফা এলাকায় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়।

আল-কায়েদা সংশ্লিষ্ট ‘আল-মালাহিম’ মিডিয়ার তথ্য মতে, মুজাহিদগণ উক্ত অঞ্চলের ‘মোহমাদাইন’ এলাকায় ড্রোনটি ভূপাতিত করেছেন। যা ইরান সমর্থিত কুখ্যাত শিয়া মিলিশিয়া হুথিদের ছিল। যার দ্বারা মুজাহিদদের নিয়ন্ত্রিত অঞ্চলে শিয়া মিলিশিয়ারা গোয়েন্দা নজরদারি করছিল।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে তীব্রমাত্রার ভূমিকম্পে নিহত ১১০০ জন
পরবর্তী নিবন্ধব্রেকিং নিউজ | দীর্ঘদিন পর ইয়েমেনে নতুন কোনো শহরের নিয়ন্ত্রণ নিল আল-কায়েদা