সামরিক শক্তি বৃদ্ধিতে প্রতিনিয়তই কোন না কোন পদক্ষেপ নিচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এরই ধারাবাহিকতায় দেশটিতে নতুন করে আরও ১১৫ জন যুবক সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৬ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র থেকে তরুণ সেনারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ কেন্দ্রটিতে তারা ৩ মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন।
সদ্য প্রশিক্ষিত সেনারা জানিয়েছেন, তারা এখন ইসলামি শাসন ব্যবস্থা সেবায় নিজেদের সর্বোচ্চ দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য যে, হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে এ পর্যন্ত হাজার হাজার সেনা সদস্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে সফলভাবে স্নাতক হয়েছেন।
তথ্যসূত্র:
1. فراغت ۱۱۵ تن منسوبین جوان از بخش های مختلف قوماندانی تعليمات مشترک محاربوی عبدالله بن مسعود”رض”
– https://tinyurl.com/2bskap4c