মধ্য শাবেলিতে শাবাবের শক্তিশালী পাল্টা আক্রমণে ৪৮ শত্রু সেনা হতাহত

0
79

সোমালিয়ার মধ্য শাবেলি অঞ্চলে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এবং মোগাদিশু বাহিনীর মধ্যে ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার অঞ্চলটিতে শাবাব নিয়ন্ত্রিত এলাকা দখল করতে আসলে এই লড়াইয়ের ঘটনা ঘটে।

সূত্রমতে, গত ১১ মার্চ বুধবার, মধ্য শাবেলির আদেল জেলার উপকণ্ঠে শাবাব মুজাহিদিন নিয়ন্ত্রিত বুরশা-শেখ এলাকা দখলের উদ্দেশ্য আক্রমণ চালায় মোগাদিশু বাহিনী। এসময় মোগাদিশু বাহিনীকে স্থলপথে সহায়তা করে গুরগুর্তে মিলিশিয়ারা এবং আকাশ পথে ব্যাপক বিমান হামলার মাধ্যমে শক্তিবৃদ্ধি করে ক্রুসেডার বাহিনী।

এমন পরিস্থিতিতে হারাকাতুশ শাবাব মুজাহিদিন সাময়িক সময়ের জন্য মোগাদিশু বাহিনীকে “বুরশা-শেখ” এলাকার ভিতরে ঢুকার সুযোগ করে দেন। মোগাদিশু বাহিনীর এই অনুপ্রবেশের পর মুজাহিদিনরা শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড় নজর রাখছিলেন। এভাবে মুজাহিদিনরা শত্রু বাহিনীর জন্য তৈরি ফাঁদের কিনারায় মোগাদিশু বাহিনীকে নিয়ে আসতে সক্ষম হন। মোগাদিশু বাহিনী যখন মুজাহিদদের পাতানো ফাঁদে আটকে পড়ে, তখনই মুজাহিদিনরা বিভিন্ন দিক থেকে মোগাদিশু বাহিনীর উপর তীব্র পাল্টা আক্রমণ শুরু করেন, এসময় শহরে আটকা পড়া শত্রু বাহিনীর শক্তিবৃদ্ধি করতে আরও ৩টি দলকে প্রেরণ করে মোগাদিশু সরকার।

ক্রুসেডার বাহিনীর বিমান হামলা সত্ত্বেও মুজাহিদিনরা ভয়াবহ এই যুদ্ধে দৃঢ়তার সাথে ঘন্টার পর ঘন্টা পাল্টা আক্রমণ চালিয়ে যান। মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে এদিন মুজাহিদিনরা মুখোমুখি তীব্র এক যুদ্ধে অবতীর্ণ হন। মুজাহিদিনরা বীরত্ব ও সাহসীকতার সাথে শহর দখল করতে আসা মোগাদিশু বাহিনীর ৩টি দলকে সফলতার সাথে পতিহত করেন।

হারাকাতুশ শাবাব প্রশাসনের সামরিক নেতৃত্বের দেওয়া বিবৃতি অনুযায়ী, এই যুদ্ধে মুজাহিদদের হাতে পরাজিত শত্রু বাহিনীর কমপক্ষে ১৮ সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে ১০টি মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখেই পালিয়ে যায় মোগাদিশু বাহিনীর অন্য সদস্যরা। এছাড়াও যুদ্ধে মুজাহিদদের পাল্টা আক্রমণে আহত হয় আরও ৩০ এরও বেশি শত্রু সৈন্য।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yckerwjd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত ওমান ও ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধবুরকিনায় একটি সামরিক ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম