ভারতে রমজান মাসে ৫ বছর বয়সী মুসলিম শিশুকে বলি দিয়ে উঠানে পুঁতে রাখলো প্রতিবেশি হিন্দু দম্পত্তি

0
75

কালোজাদুর প্রয়োগ ঘটাতে তান্ত্রিকের পরামর্শ মেনে পবিত্র রমজান মাসেই এক মুসলিম মেয়েকে বলি দিয়ে বাড়ির উঠোনে পুঁতে রেখেছে প্রতিবেশি এক হিন্দু দম্পতি। বলির শিকার মেয়েটির বয়স মাত্র ৫ বছর।

গত শুক্রবার (৭ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এই ঘটনাটি ঘটেছে মূলত ভারতের গোয়া রাজ্যে।

গোয়া পুলিশের এক কর্মকর্তা এনডিটিভির প্রতিবেদনের বরাতে জানিয়েছে, গোয়ায় এক উগ্র হিন্দু দম্পতি তাদের পাড়ার ৫ বছর বয়সী এক মুসলিম মেয়েকে হত্যা করে তার বাড়ির উঠোনে মৃতদেহ পুঁতে দিয়েছে। পরে ওই দম্পত্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

উগ্রবাদী ওই হিন্দু নরপিশাচের নাম বাবাসাহেব আলার (৫২) ও তার স্ত্রী পূজা (৪৫)।

জানা যায়, জীবনে ‘দুঃখের শেষ’ করার জন্য এক তান্ত্রিকের পরামর্শে ০৫ বছর বয়সী মুসলিম মেয়েকে বলি দিয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছে তারা। বলি দিয়ে শিশুটিকে হত্যার পর তার লাশ বাড়ির উঠানেই পুঁতে রেখেছিল।

নিহত মুসলিম শিশুর বাবা-মা গণমাধ্যমকে জানিয়েছেন, গত বুধবার শিশুটি পার্শ্ববর্তী ওই হিন্দু প্রতিবেশির বাড়ীতে যায়। এর পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই নরপিশাচদের গ্রেফতার করেছে।


তথ্যসূত্র:
1. Couple Kills 5-Year-Old Girl To “End” Their Woes, Buries Body In Backyard
– https://tinyurl.com/5dytwdus

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের শুল্ক আরোপ: কানাডায় মার্কিন পণ্য বয়কটের হিড়িক
পরবর্তী নিবন্ধছাগল চুরি করায় গ্রেফতার দুই যুবদল নেতা