মোদি সরকার করোনা টেস্টের পরিবর্তে ব্যস্ত সমাজকর্মীদের উপর ইউএপিএ চাপানোর কাজে, টুইট জিগনেস মেভানির

0
868
মোদি সরকার করোনা টেস্টের পরিবর্তে ব্যস্ত সমাজকর্মীদের উপর ইউএপিএ চাপানোর কাজে, টুইট জিগনেস মেভানির

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এমন সময়ে সরকারের যেখানে উচিত বেশি বেশি করে করোনার পরীক্ষা করা, মহামারী থেকে দেশকে বাঁচানো, কিন্তু মোদী সরকার সেই কাজ না করে আমাদের আরও সমাজকর্মীদের উপর ইউএপিএ চাপানোর কাজে ব্যস্ত, এমনটাই টুইট করলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা জিগনেস মেভানি। শনিবার নিজের টুইটারে তিনি একথা বলেন।

করোনার বেশি বেশি পরীক্ষা করে দেশকে বাঁচানোর বদলে সরকার সমাজকর্মীদের উপর ইউএপিএ চাপানোর কাজে ব্যস্ত, টুইট জিগনেস মেভানির

এদিন টুইটে জিগনেস লেখেন, “সরকারের যখন আরও বেশি করে পরীক্ষা করা উচিত, যখন এই মহামারী থেকে দেশকে বাঁচানো উচিত। সেই সময় আমাদের সরকার সমাজকর্মীদের উপর ইউএপিএ চাপানোর জন্য কাজ করছে। অভিশাপ!”

উল্লেখ্য, সম্প্রতি জামিয়ার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সফুরা জারগরকে দিল্লিতে ষড়যন্ত্রের মিথ্যে অভিযোগ এনে ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছে। ২৭ বছরের সফুরা এখন দু’মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থাতেই তাঁকে পাঠানো হয়েছে তিহাড় জেলে।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচীনের উইঘুর মুসলিমরা যেসব নির্যাতন ভোগ করছে
পরবর্তী নিবন্ধসাহায্যহীন সাগরে ভাসছে আটকে পড়া শত শত রোহিঙ্গা