ইয়েমেনের শাবওয়াহ এবং আবিয়ান রাজ্যে আরব আমিরাত সমর্থিত দক্ষিণী মিলিশিয়া বাহিনীর উপর ২টি পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদিনরা।
আল-মালাহিম মিডিয়া সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি সোমবার, আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা আবিয়ান রাজ্যে একটি স্নাইপার হামলা চালিয়েছেন। হামলাটি রাজ্যের মুদিয়াহ জেলার আল-বাকিরা এলাকায় মিলিশিয়া বাহিনীর একটি সাইটে অবস্থানরত সদস্যদের টার্গেট করে চালানো হয়। এতে এক মিলিশিয়া সদস্য গুরুতর আহত হয়।
এদিকে গত ১৫ জানুয়ারি বুধবার, শাবওয়া রাজ্যের আল-মাসিনা’আ জেলায় একটি ড্রোন হামলা চালান মুজাহিদিনরা। ড্রোন হামলাটি জুবাইল এলাকায় আরব আমিরাত সমর্থিত “হাদরামী এলিট ফোর্স” নামক মিলিশিয়া বাহিনীর সাইট থেকে বের হওয়া একটি সামরিক যান লক্ষ্য করে চালানো হয়। এতে শত্রু বাহিনীর সামরিক যানটি ধ্বংস এবং তার আরোহী মিলিশিয়া সদস্যরা হতাহতের শিকার হয়।