গত কয়েক দিনে সোমালিয়ায় দখলদার উগান্ডান বাহিনীর সরবরাহ কনভয়গুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে উগান্ডান সেনবাহিনী।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১৫ জানুয়ারি বুধবার দুপুরের কিছুক্ষণ পূর্বে, সোমালিয়ার শাবেলি রাজ্যের শালানবুদ শহরে উগান্ডান বাহিনীর একটি সরবরাহ কনভয়ে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কনভয়টি যখন শালানবুদ শহর থেকে বের হয়ে ৬০-নম্বর এলাকার দিকে যাচ্ছিল তখনই সামরিক কনভয়টি উপর উক্ত সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।
প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, মুজাহিদদের উক্ত সিরিজ বোমা বিস্ফোরণে উগান্ডান বাহিনীর অন্তত ৫ সৈন্য নিহত এবং আরও ৬ সৈন্য আহত হয়েছে। এসময় মুজাহিদিনরা দখলদার বাহিনীর ২টি সরবরাহ ট্রাকও পুড়িয়ে দিয়েছেন।
তথ্যসূত্র:
١- مقتل 5 جنود من القوات الأوغندية وإصابة 6 آخرين
– https://tinyurl.com/3pnw8uz8