ফেব্রুয়ারিতে পাকিস্তানে সামরিক বাহিনীর বিরুদ্ধে টিটিপির ১৪৭ অভিযান

0
70

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। উমর মিডিয়া কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায় যে, টিটিপির মুজাহিদিনরা চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ১৪৭টি অভিযান পরিচালনা করছেন। তাদের এসকল অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ১৮০ সদস্য হতাহত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ১৬টি রাজ্যে মুজাহিদদের পরিচালিত অভিযানগুলোতে দেশটির সেনাবাহিনী সহ অন্যান্য সামরিক সংস্থার অন্তত ৮৫ সৈন্য নিহত এবং আরও ৯৫ এরও বেশি সদস্য আহত হয়েছে। এছাড়াও মুজাহিদিনরা পাকিস্তান সামরিক বাহিনীর ৬ সদস্যকে জীবিত বন্দী করেছেন। মুজাহিদদের হামলায় শত্রু শিবিরে হতাহতদের মধ্যে সেনা সদস্য রয়েছে ৯৭ জন, এফসি সদস্য রয়েছে ৪৪ জন, পুলিশ/সিটিডি সদস্য রয়েছে ৩৮ জন এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্য রয়েছে ১ জন।

উমর মিডিয়ার তথ্য অনুসারে, গত মাসে টিটিপির যোদ্ধারা সবচেয়ে বেশি হামলা চালিয়েছেন উত্তর ওয়াজিরিস্তানে ৩৪টি, দক্ষিণ ওয়াজিরিস্তানে ২৭টি, খাইবারে ২৪টি, ডেরা ইসমাইল খানে ১২টি এবং ট্যাঙ্ক প্রদেশে ১২টি।

টিটিপির এই আক্রমণগুলির মধ্যে রয়েছে গেরিলা আক্রমণ ৫৩টি, স্নাইপার হামলা ৫০টি, গ্রেনেড হামলা ১৪টি, অতর্কিত আক্রমণ ১১টি, পাল্টা আক্রমণ ৯টি, আক্রমণাত্মক অভিযান ৯টি এবং টার্গেট কিলিং অপারেশন ১টি।

মুজাহিদিনরা এসকল অভিযানের মাধ্যমে পাকিস্তান সামরিক বাহিনীর অসংখ্য স্থাপনা ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেন। ধ্বংস হওয়া এসকল স্থাপনা ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি সামরিক চেকপয়েন্ট, ২০টি সিসিটিভি ক্যামেরা, ১৩টি সামরিক গাড়ি, ১টি ট্যাংক, ২টি ড্রোন সহ আরও অনেক সামরিক সরঞ্জাম। এছাড়াও মুজাহিদিনরা পাকিস্তান সামরিক বাহিনী থেকে জব্দ করেন ৪টি ক্লাশিনকোভ এবং একটি রকেট লঞ্চার।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নির্মাণ কাঠামোতে পাক সেনাবাহিনীর হামলার প্রতিবাদে তালিবান বাহিনীর পাল্টা আক্রমণ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিগত সপ্তাহে ৪৯টি মাদকবিরোধী অভিযান পরিচালনা