ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৪ মার্চ, ২০২৪

0
127

গাজায় খাবারের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট বাহিনী হামলা চালানো অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান এজেন্সি (ইউএনআরডব্লিউএ)-এর স্টাফদেরকে বন্দী করে জিজ্ঞাসাবাদের সময় ইসরায়েল নির্যাতন করছে বলে জানিয়েছে সংস্থাটি।

জায়োনিস্ট ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৩০,৫৩৪ জন ফিলিস্তিনি।

গাজায় অপুষ্টিতে ভুগে এখন পর্যন্ত ১৬ শিশু মারা গেছে।

খান ইউনিসের আল-আমাল এলাকায় যুদ্ধের ময়দান থেকে ঘাঁটিতে ফিরে আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ জানিয়েছেন, তারা ৪টি জায়োনিস্ট ট্যাংক এবং ২টি সামরিক বুলডোজারে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন। এসময় একটি ভবনে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর টিবিজি দুর্গবিধ্বংসী মিসাইল দিয়ে হামলা করেচেন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। তাছাড়া দুই জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন। খুব কাছ থেকে গুলি করার মাধ্যমে তাদের মৃত্যু নিশ্চিত করেছেন মুজাহিদগণ।

খান ইউনিসের পশ্চিমে ক্যাম্প এরিয়ায় জায়োনিস্ট বাহিনীর দুটি ড্রোন জব্দ করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

গাজা শহরের তাল আল-হাওয়া এলাকার দক্ষিণে ইয়াসিন ১০৫ দিয়ে জায়োনিস্ট টাইগার ট্রুপ ক্যারিয়ারে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২৯ ফেব্রুয়ারি: মার্কিন জোটের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক বিজয়ের দিন
পরবর্তী নিবন্ধ‘বরই দিয়ে ইফতার করেন, আঙুর-খেজুর লাগবে কেন’: শিল্পমন্ত্রী