দিন যতোই অতিবাহিত হচ্ছে, দখলদার ইহুদিদের আল আক্বসা মসজিদ প্রাঙ্গণে বিচরণ আশংকাজনক হারে বাড়ছে। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে গত ৮ দিনে ১,৮১৬ অভিশপ্ত ইহুদি মুসলিমদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসার মুবারকতম প্রাঙ্গণকে কুলষিত করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ জেরুজালেমভিত্তিক সংবাদ মাধ্যম ‘আল কাসতাল’ জানায়, ইহুদিদের শিরকি হানুক্কাহ উৎসবকে ঘিরে উগ্র ইহুদিরা আল আক্বসা মসজিদে প্রবেশ করে মোমবাতি প্রজ্বলনের চেষ্টা করেছে। কেউ কেউ মসজিদের পবিত্রতা নষ্ট করে হট্টগোলে মেতে উঠেছে।
তাদের উৎসবের দিনগুলোতে ইসরাইলি সৈন্যদের প্রহরায় দখলদার ইহুদিদের পবিত্র আল আক্বসায় বিয়ের উদযাপন করতেও দেখা যায়।
উল্লেখ্য, জারজ রাষ্ট্র ইসরাইল মুসলিম উম্মাহর আপত্তি ও জনরোষ উপেক্ষা করে গত ২০০৩ সাল থেকে আল আক্বসায় ইহুদিদের প্রবেশের অনুমতি দিয়েছে।
ইসরাইলি পুলিশ-প্রশাসন মসজিদুল আক্বসায় ইহুদিদের প্রবেশ নির্বিঘ্ন করলেও, নবীদের স্মৃতিবিজড়িত পবিত্র মসজিদটিতে মুসলিমদের প্রবেশে প্রতিনিয়ত বাধা প্রদান করে থাকে।
সূত্রঃ 1816 extremist Israeli settlers broke into the Al-Aqsa Mosque in 8 days, watchdog says, https://qudsnen.co/?p=32423